ভুলেই যাচ্ছি আমরা মানুষ!
মঈন তাজ


অতি অত্যাধুনিক বিশ্বে আমরা বাস করি
বিজ্ঞান ও বিশ্বায়নের এই যুগ।
নিত্য নতুন বিস্ময়কর আবিষ্কার!
আর গ্রহ থেকে গ্রহান্তরে ছুটে চলা।
অথচ সহজেই ভুলে যাচ্ছি মনুষ্যত্বকে
ভুলেই যাচ্ছি আমরা মানুষ,
আমরা শ্রেষ্ঠ জীব।


একই অবয়বে গড়া একজন মানুষ
একই রক্ত মাংসের আরেক জন মানুষকে
রক্তাক্ত করছি অতি নগন্য স্বার্থে!
অপ্রয়োজনে করছি রক্তের ক্ষয়
হানাহানি আর রক্তের অপচয়
অথচ এটা না করলেও কোন ক্ষতিই হতোনা কারো!
আমরা নিজেরাই বয়ে আনি আমাদের অনিষ্ট।


যেখানে মানুষের হিংস্রতা
বর্বরতা আর পিশাচতার সীমানা ছাড়িয়ে যায়,
সেখানে এর চেয়ে আর আশ্চর্যের কী হতে পারে!
অত্যাশ্চার্য আর কী হতে পারে!
যেখানে ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে
রক্তের হোলি খেলা হয়।
উপাসনালয় কিংবা মানুষের বসতভিটা
দাউদাউ করে জ্বলে হিংস্রতার তীব্র আগুনে।


আমরা যখন অসাম্প্রদায়িক চিন্তাধারায় অগ্রসর হই
যখন সম্প্রীতির আহ্বান করি
মানুষে মানুষে বিভেদ ভুলে
এক কাতারে দাঁড়াতে চাই
ঠিক তখনি একদল নপুংসক নরপশু
মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করে
উন্মত্ততার আগুন জ্বেলে।


ধর্মীয় বিশ্বাস যার যার ঠিক থাক।
আমরা সরে আসি বিদ্বেষ আর বিচ্ছেদ থেকে,
আমরা সরে আসি ধর্মীয় উন্মাদনা থেকে,
আমরা সরে আসি জাতিভেদ থেকে,
আমরা সরে আসি বর্ণ ভেদ থেকে,
আমরা সরে আসি হিংস্রতা থেকে,
আমরা সরে আসি অস্ত্রের ঝনঝনানি থেকে,
আমারা সরে আসি যুদ্ধের হুংকার থেকে,
ভালোবাসা দিয়ে প্রেম দিয়ে মহাবিশ্ব জয় করি।
আমরা মানুষ,  
আমরা চাইলেই শান্তিময় পৃথিবী গড়তে পারি।
আমরা চাইলেই মিলেমিশে আত্মার আত্মীয় হয়ে থাকতে পারি।


যশোর
০২/০৩/২০