বাবা কে খুব মনে পরে
মনে পরে সেই দিন গুলো
মনে পরে যেদিন অনেক পছনদের হাত ঘড়িটা হারিয়ে এলে তুমি,  বাবা।
কোথায় গেছিলা বাবা,কোথায় হারালে ঘরিটা,
মা র অনেক বকা হজম করেও তোমার হাসিমাখা মুখ ,
অনেক রহস্যেঘেরা সে হাসি বুঝতে পারিনি,
বুঝার চেসটাও করিনি সে দিন।
সেই রহস্য যানলাম যে দিন
তারও বছরখানিক আগে ,
বাবা তুমি চলে গেছে নাফেরার দেশে।
বাবা  তোমাকে মনেপরে, খুব মনেপরে।
মাইনের টাকা হাতে পেলেই মনেপরে,
পারতাম যদি একটি ঘড়ি কিনে দিতে তোমায়।
বাবা, বীরেন দাদু বলেছে আমায়।
বলেছে কিভাবে অভাবকে লুকিয়ে রাখতে তুমি হাসির মাঝে,
বলেছে আমার পরীক্ষার ফি দিতেই হারাতে হয়েছে তোমার ঘড়িটা,
মাএ ছয়শ টাকায় হারিয়েছ ঘড়িটা।
বাবা বাবা ও বাবা খুবমনে পরে তোমায়।