ভুলে যাই নৈতিকতা
বলে যাই নীতি কথা।
ভুলতে পারি অল্পকিছু উপরিতেই সততা
লম্ভা বয়ান  দেই   সততা ই সফলতা,
এ যেন এক উদ্ভট  গ্রহের, কোন এক উল্লূক।
বলব যাহা করব না,  করব যাহা তা বলব না,
বড় বড় বুলি মুখে ফুল ঝুড়ি, অতি বরসন অনরবরত
যাহা ন্যায় যেথায় সততা ,
বলে যাই কর তাই  আসবে সফলতা,
ধন্য আমি ধন্য দেশ ,দিয়েছ অফুরন্ত সাধীনতা।
মুক্তির গান গাই , বন্দি করিতে চাই
থাকিব মুক্ত আমি একা।
সকলে যাবে দান করে
আমি যেন পাই  দুহাত ভরে,
তোমাদের অবদান ইতিহাসে রয়ে যাবে অম্লান,
আমি শুধু পেয়েই জাব,তুমি দিয়ে যাবে,
কারন কি জান ।
আমি যে বরতমান।