গণতন্ত্র গণতন্ত্র
ন্যায় নিতির মূলমন্ত্র
তন্ত্র মন্ত্র আজব যন্ত্র,
ফাকা বুলি, মিথ্যে অঙ্গিকার অনন্ত
হায়রে কি মধুর গণতন্ত্র।
সব দেবে সব পাব
আয়েশ করে জীবন কাটাবো,
বিকেলে পাইনি রাতে পাব ,
ঘুমিয়ে পরলাম সকালে নেব।
আসাটা সময় মত হইনি, তাই পাইনি দোস আমারই,
এমনি ভাবে পাইনি খাদ্য, বস্ত্র ,চিকিত্সা, বাসস্থান,শিক্ষা ।
শিক্ষা - পরীক্ষা দেইনি জি পি এ ৫ পেয়েছি।
খাদ্য - ভাত রুটি আধাপেট  
আর বেশি দিন নয়,
আজ মিছিলে গিয়েছি
দুটি বোমাও ফুটিয়েছি
নেতা ভোটে জিতলেই হয়,
আমাকে আর কে পায়
প্রতিদিন শালা বিরানি খাব।
বস্ত্র - ইজ্জত ঢেকে রাখতে পেরেছি এত দিন তাই বা কম কিসে,
চিকিৎসা - এ ক্ষেএে অবদান অসামান্য
রক্ত বেঁচেছি খাবার ঔষধ দুটোই কিনেছি
সেবা পেয়েছি বেশ।
বাসস্থান - দিগন্ত্র জোড়া, সীমানা প্রাচীর নাই
বস্তি ফুতপাত, উদ্যান বেরিবাঁধ
শীত বৃস্টি সিতানে দিয়ে ঘুমিয়ে যাই।
তবুও চাই গণতন্ত্র।


৫ই জানুয়ারী ২০১৫