আমাদের মোনাজাত
মোজাম্মেল সুমন


শোনো হে এলাহী এই পাপীতাপীর ফরিয়াদ
অশ্রুসিক্ত নয়নে নামাজ শেষে তুলেছি হাত
চালাও মোদের নির্ভুল পন্থায়,
জানি তুমি সবই পারো, তুমি জগতকর্তা প্রভু
তোমার কোনো কাজেই বাঁধা হয় নাকো কভু
রাখো সবাইকে অপার দয়ায়।


যে পথেই চলে গেছে তোমার প্রিয় পয়গম্বর
সে পথে সততই করো আমাদেরকে অগ্রসর
সুপথে চলতে দাও শক্তি,
ইমানি শক্তি সৎ মনোবল কিংবা সৎ সাহস
প্রয়োজন তোমার ইবাদাত করতে নিরলস
দাও সে শক্তি, রাখো মিনতি।


তোমার দ্বীনের পথে চলতে যা কিছু প্রয়োজন
আমাদের জীবনে করে দাও তার আয়োজন
তুমি তো রহিম রহমান,
আমাদের মনে জমা যতো শয়তানি কুমতলব
দূর করে দাও গো প্রভু, তুমি দূর করে দাও সব
খুঁজে যেনো পাই সমাধান।


যতো খুশি দুঃখ দিয়ো, দ্বিগুণ দিয়ো সইবার
তোমাকেই ডাকি যেনো বিপদাপদে বারবার
এইতো মনের প্রত্যাশা,
দাঁড় করিয়ে দাও আমাদের গরীবের পাশে
পরিচিত কিংবা অপরিচিত স্বজনের বেশে
কুড়াতে কল্যাণ ভালোবাসা।


কোনোভাবেই ভুল পথে যাই যদি আমরা কভু
তোমার অশেষ কৃপায় ফিরিয়ে আনিও প্রভু
মায়াবী সুন্দর গগণে,
ক্ষুৎপিপাসার জীবনে যতো অভাব অনটন
তুমি ভালোবেসে করে দিয়ো সবটুকু মোচন
তুমিই পালনকর্তা ভুবনে।


লিপ্ত রাখিও নাকো আমাদেরকে পাপাচারে
বরং নিয়োজিত রেখো পুণ্য কাজের ভিতরে
জীবনটাকে করে দাও সুন্দর,
দিবারাত্রি সত্যবাক্য বলি যেনো সদা সর্বদাই
মানবসেবার মতো কাজ করি যেনো আমরাই
পরার্থে সারাটি জীবনভর।


ইসলামি ধারায় পবিত্র কুরআনের ভাষায়
তোমার প্রেরিত নবি-রাসুলের নির্দেশনায়
যেনো চলি আর মানি নীতি,
তোমার সৃষ্ট জীবের প্রতি হই যেনো সদয়
তোমারই আনুগত্য করি যেনো সবসময়
দিয়ো অনাবিল সুখ শান্তি।


মরণের আগ মুহুর্তে পারি যেনো নিতে
প্রিয় কালিমার প্রিয় নামখানি নিশ্চিন্তে
তারপর মুদিবো আঁখিপাত,
হে মহান প্রভু সকল আশা করিও পূরণ
সুখে রাখিও আমাদের আখিরাত জীবন
এই আমাদের মোনাজাত।