আমি
মোজাম্মেল সুমন


আমি মুয়াজ্জিনের মধুর আযানের সুরটা শুনে জাগি,
আমি পবিত্র সিনান শেষে মন্দিরেতে যাই পূজার লাগি ।
আমি প্রতিবেশীর কাছে পাই নির্ভেজাল স্বর্গীয় আভা,
আমি মা-বাবার মুখ দর্শনে পাই মদিনা শরিফের কাবা ।


আমি বিপুলা পৃথিবীর মাঝে শূন্যতার মতো রিক্ত,
আমি শোষিতদের স্মরণে সজল দুটি নয়নে সিক্ত ।
আমি নিত্য শোকার্ত চিত্তের মাঝে প্রজ্বলিত কৃত্ত,
আমি সমকালীন ঘটনা প্রবাহে অঙ্কিত বৃত্ত ।


আমি সবুজ বাংলার রৌদ্র কখনোবা হঠাৎ বৃষ্টি,
আমি স্বদেশের কল্যাণময় সৃষ্টি অনিমেষ দৃষ্টি ।
আমি অন্যায় রোধে অশান্ত হলেও সত্যে একেবারে ধীর,
আমি জলধির ঘেঁষে আসা অনুপ্রেরণাময়ী এক তীর ।


আমি সৌরভময়ী সুগন্ধিত সবচেয়ে বেশি শোভাময়ী ফুল,
আমি নিষ্পাপ শিশুর মতো সহজসরল মাতোয়ারা ভুল ।
আমি স্নিগ্ধ শীতল ছায়ামাখা অনুভূতিতে নরম,
আমি ভোরের শিশির সিক্ত রাঙা কমল যেনো তা পরম ।


আমি উন্মুক্তদ্বার নিশাত তরবারি রণসাজে গগন,
আমি দক্ষিণের মৃদুল বাতাসে দোলায়িত স্বপন ।
আমি মনুষ্য ভালোবাসায় নিবিড় সমাসীন দ্যুলোক,
আমি বিধাতার বিধানে পাই সুষমামণ্ডিত এই ভূলোক ।


আমি মহাসমুদ্রে অতল গভীরতার স্বপ্নিল মায়া,
আমি চিন্তায় নিগূঢ়তার সুক্ষ্ম ও অনুসন্ধানী ছায়া ।
আমি তিমিরনাশক ঊষা আর নীরব প্রশান্তির রাত্রি,
আমি নশ্বর এই জগতের সম্ভাবনা- অক্লান্ত যাত্রী ।


আমি অরুদ্ধ চিরবিদ্রোহী অদমনীয় অনন্য শক্তি,
আমি খেটে খাওয়া জনতার বিশুদ্ধ শ্রদ্ধামাখা ভক্তি ।
আমি প্রতিবাদের মতো জ্বলেওঠা রক্তিমার রবি,
আমি কাদায় আঁকি ঐ গণমানুষের জীবনের ছবি ।


আমি অনিয়মের বেলায় আপোষে ক্ষুদ্রাংশ গৌণ তুচ্ছ,
আমি নিপীড়িত মানুষের দুঃখকষ্ট বেদনার গুচ্ছ ।
আমি পাপের অপকর্মের সব বন্ধনালয় থেকে ছিন্ন,
আমি উত্তম চরিত্রে সাজাই পুণ্য আলোকবর্তিকার চিহ্ন ।


আমি সাত্যিক তার্কিক কিংবা অবিচল সুনীতির পক্ষে,
আমি মমতার সান্নিধ্যেই অধীর মানবতার লক্ষ্যে ।
আমি কাঙ্খিত আলো দিশারী আর মিথ্যের জাল থেকে বঞ্চিত,
আমি ভালোবাসার রঙিন স্বপ্ন রাতদিনে করি সঞ্চিত ।


আমি কৃষকের লালিত স্বপ্নের সন্তানতুল্য ফসল,
আমি দিনমজুরের ঐ সয়ে যাওয়া সবরকম ধকল ।
আমি রাষ্ট্রের কল্যাণেই কর্তব্যরত থাকি দৈনিক,
আমি বঙ্গবন্ধুর সোনার বাংলায় লড়াকু বীর সৈনিক ।


আমি বায়ান্নর ভাষাশক্তি জাগ্রতচিত্তে গৌরব ঘাঁটি,
আমি একাত্তরের অর্জিত বিজয়স্তম্ভে বাংলার মাটি ।
আমি সাম্যপথে অবিরাম হেঁটেচলা ভয়হীন পথিক,
আমি গণতন্ত্রের মাঝে খুঁজি আমজনতার সঠিক ।


আমি সাতরঙের বিচ্ছুরিত ঝিলিমিলি রূপের বাহার,
আমি পরিশ্রম করে গড়ে তুলি মহোত্তমের পাহাড় ।
আমি বাস্তবতায় উড়াই ভালোলাগার যতো ফানুস,
আমি সৃষ্টিকর্তার ইবাদাতে সর্বশ্রেষ্ঠ মানুষ ।