আষাঢ়িয়া
মোজাম্মেল সুমন


আষাঢ় মাসে
মেঘেরা ভাসে
বৃষ্টি পড়ে রাতে সকালে দুপুরে,
চলছে টপটপ
কিংবা ঢপঢপ
পানি ভরে খালে নদীতে পুকুরে।


হাঁটাচলা বন্দি
কথাবলা নন্দি
বৃষ্টিতে ভিজি এমন ইচ্ছা জাগে,
গুনগুন বুলি
জানালা খুলি
হঠাৎ মেঘ ডাকলে ভয় লাগে।


পথঘাট কর্দমা
জলবিম্ব নর্দমা
বাস্তবিক চিত্র টিভি মিডিয়া খবরে,
ঘরবাড়ি ডুবে
নিদারুণ খুবে
দুর্ভোগ নামে গ্রামে কিংবা শহরে।


সচেতন যাচাই
পৃথিবীকে বাঁচাই
মাত্রাতীত আষাঢ়িয়া দশা করবো রোধ,
বৃক্ষরাজি লাগাই
মনুষ্যত্ব জাগাই
বৃক্ষই নিবে প্রাকৃতিক দুর্যোগের শোধ।