একটি মুজিব একটি ভাষণ
মোজাম্মেল সুমন


একটি মুজিব একটি বীরের ভাষণ
শক্তি জেগে তুলেছিলো নগদ,
রুখেছিলো পাকিস্তানির শাসন
বাঙালিদের কাছে মুক্তির সনদ ।


একাত্তরে ঢাকার রেসকোর্স ময়দান
সাতই মার্চের ভাষণ শোনার পরে,
আমজনতার উপস্থিতির জয়গান
মুক্তিযুদ্ধে যাবার শপথ করে ।


যেই না 'এবারের সংগ্রাম মুক্তির
সংগ্রাম' তা বাঙালিরা শুনলো,
নিজের অধিকার পাওয়াটা যুক্তির
ধীরে বর্বর পাকিদেরকে খুনলো ।


নয়টা মাসের সেই লড়াইয়ে অর্জিত
পাকিমুক্ত সোনার বাংলা স্বাধীন,
নিজ ভূখণ্ডে আজ বাঙালি গর্বিত
বেজে ওঠে বিজয়োৎসব তাধিন ।


এই আমাদের এই ইতিহাস অমর
পাকির কাছে লেগেছিলো তিতা,
স্বাধীনতার জন্যই ন্যায়ের সমর
শেখ মুজিবুর এই বাঙালির পিতা ।


একটি মুজিব একটি নির্ভীক ভাষণ
দিয়েছে ঠিক স্বাধীনতার ঘ্রাণ,
সারাবিশ্বের মানচিত্রে পায় আসন
শেখ মুজিবুর বাংলাদেশের প্রাণ ।