এসো তুমি ফাল্গুনে
মোজাম্মেল সুমন


এসো তুমি ফাল্গুনে-
শিমুলের লালফুল দিবো হাতে,
অনুভূতির জাল বুনে-
এক সরলপ্রেমিক মানো যাতে ।


এসো তুমি ফাল্গুনে-
কৃষ্ণচূড়ার আগুনফুল দেখাবো,
বুঝেশুঝে কাল গুনে-
ভালোবাসার পথচলা শেখাবো ।


এসো তুমি ফাল্গুনে-
পলাশের লালহাসি ছোঁয়াবো,
রোদসী ঝাঁল নুনে-
সযত্নে মনের আবেগ রোয়াবো ।


এসো তুমি ফাল্গুনে-
আম্রফুলের সুঘ্রাণে হারাবো,
কোমল গাল দুনে-
কোকিলকণ্ঠে থমকে দাঁড়াবো ।


এসো তুমি ফাল্গুনে-
গাঁদাফুল খোঁপায় দিবো গুঁজে,
লজ্জার লাল গুণে-
আমাতে প্রেমাশ্রয় নিবে খুঁজে ।


এসো তুমি ফাল্গুনে-
ধরা দিবে বসন্ত আলো আসি,
বুঝবে কাল শুনে-
তোমায় আমি খুব ভালোবাসি ।