মেঘেঢাকা আকাশ
মোজাম্মেল সুমন


কালো মেঘেঢাকা আকাশ, বইছে মৃদু বায়ু,
হঠাৎ করে ফুরিয়ে গেছে রোদের থাকা আয়ু।
চারিদিকে তাই যেনো ঝাপসা ঝাপসা লাগে,
এমন পরিবেশে তোমায় দেখতে ইচ্ছা জাগে।


মুহুর্তটুকু মেঘাচ্ছন্ন আকাশবিলাস মনে করো,
আকাশ ডাকলে তোমার বুকে জরিয়ে ধরো।
আমার ভীরু লজ্জা তোমার বুকে মাথা পাতে,
আমি থাকবো বন্দি সারাজীবন তোমার হাতে।


আকাশটা ডাকে, মেঘগুলোও ভীষণ রাজি,
পাই না তো তোমাকে কাছে, তবুও যে খুঁজি।
জানো! বড্ড ইচ্ছে করছে ভিজতে বৃষ্টিতে,
তুমি আছো আমার পুরো অস্তিত্বে, দৃষ্টিতে।


মন চাচ্ছে তোকে খুব নিবিড়ভাবে ছুঁই ছুঁই,
আমার বুকের ভিতর করছে শুধু তুই তুই।
আকাশ ডাকে ঘনঘন, মেঘের দারুণ শব্দ,
তোমায় ডেকে ডেকে হচ্ছি নিজে নিজে জব্দ।


আমার আকাশ ছমছম মেঘ পালকে ঢেকেছে,
মনেপ্রাণে তোমাকে দেখার অপেক্ষায় থেকেছে।
তোমার মুখখানি দেখার আগ্রহ যাইনি থেমে,
চোখের বরষায় তুমি হঠাৎ করে আসো নেমে।


তুমিহীনা অনুভূতিগুলি নৈঃশব্দ্য রুপে আজি,
তাইতো চোখের জলে স্নান করে ভিজি নিজি।
আমার মেঘেঢাকা আকাশে দুঃখগুলো ঢাকি,
আমি ভালোবাসি তোমায়, ভালোবেসেই থাকি।