প্রেমাক্সিজেন
মোজাম্মেল সুমন


উদ্ভিদ কিংবা তরুলতা একটু বাঁচার তরে,
নিজের সবটা উজাড় করে মাটি আঁকড়ে ধরে ।
আমিও তো তোমায় নিয়ে একটু বাঁচার জন্য,
চাই আবদ্ধ হয়ে তোমার পিরিতে হই ধন্য ।


অক্সিজেনের লাগি মাছে জলে খাবি ছাড়ে,
যাতে করে প্রাণভরে নিশ্বাস নিতে পারে ।
আমিও তো প্রেমাক্সিজেন নিতে যে তদ্রুপ,
খুঁজি বেড়াই তোমার শুদ্ধ প্রেমেরই সৎ রূপ ।


সব ফসলের উৎপাদনও বাড়বে ঠিকই তাতে,
সুষম সার ও পানি পায় যদি একই সাথে ।
এই হৃদয়ে প্রেমের বীজ বপেছি যে গুনে,
যেনো বেড়ে ওঠে নিত্য তোমার কথা শুনে ।


মনের ভালোবাসা অটুট বলেই বাবুই পাখি,
ছোট্ট ঘরে সুখের পরশ ছোঁয়া রাখে মাখি ।
আমিও তো তোমার মনের ঘরে চাই গো থাকতে,
যেনো ভালোবাসা দিয়ে পারি তোমায় ডাকতে ।


তোমার সবুজ ভালোবাসা আমায় করে মুগ্ধ,
তোমায় পাবার জন্যে আমি সহজসরল লুব্ধ ।
নিশ্বাস নিলে তোমার উপস্থিতি বুঝতে পারি,
আমার মাঝে তুমি আমার ভালোবাসার নারী ।


কার্বনডাইঅক্সাইডের তীব্র বিষাক্ততা পাই যে,
যখন দেখি তোমার কোনো সাড়া শব্দ নাই যে ।
তাই বিশুদ্ধ জীবন খুঁজি মনের টানটা মেনে,
বাঁচায় রেখো আমায় তোমার প্রেমাক্সিজেনে ।