কোটার কপাট
মোজাম্মেল সুমন


কোটার ঐ অসাম্যের কপাট
ভেঙ্গে ফেল্‌ কর্‌ রে লোপাট–জমাট
বেঁধে সবাই সত্যে হও জেদি,
ওরে ও ছাত্রসমাজ! নাইরে নাই ভয় নাই
বাজা তোর প্রলয় বিষাণ, ধ্বংস নিশান চাই
উঠুক মেধার প্রাচীর ভেদি।


বায়ান্ন আর মুক্তিযুদ্ধের বাজনা বাজা
কে পরাধীন? কে স্বাধীন? কে দেয় সাজা?
মেধার তরে লড়বোই সবাই,
ভয় পাস্ নে দেখে ঐ পোষা পশুদের অসি
মৃত্যু সে তো তুচ্ছ! বুঝিয়ে দে শক্তিশালী মসী
না বুঝলে পশুদের কর্ জবাই।


ওরে ও পাগ্‌লা ভোলা ছাত্র তরুণ
জেগে ওঠ্ রে জেগে! ফোটাও তোর অরুণ
জোরসে ধরে কোটার বোঁটা টান,
মার্‌ হাঁক হায়দরী হাঁক্‌ কাঁধে নে দুন্দুভি ঢাক
বঙ্গবন্ধুর বাংলায় অসাম্যের কোটা নিপাত যাক
মেধায় শাণিত হোক শিক্ষার শাণ।


নাচায় যারা সংসদ স্বার্থপর ক্ষমতায়
সুশিক্ষার প্রতি নজর নেই যাদের মমতায়
দে রে দে ভীম কারার ভিত্তি নাড়ি,
কোটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ কর্, সাম্য চাই
সবুজ সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নাই
কোটা সংস্কার করেই ফিরবি বাড়ি।