কোটা
মোজাম্মেল সুমন


স্বাধিকার ব্যবস্থা-
ঐক্যে অর্জন করেছি স্বাধীন নেত্র,
কোটার অবস্থা-
থেঁতলে দিচ্ছে শিক্ষা চাকরির ক্ষেত্র!


সাধারণ আমি-
যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি নাই,
কোটারাই দামি-
স্বাধীন দেশেও আমি পরাধীন তাই!


অসাম্যের সৃষ্টিতে-
পচন ধরছে খাঁটি মেধার বোঁটা,
সাধারণের দৃষ্টিতে-
সর্বত্রই অভিশাপ মনে হয় কোটা!


বিবেক চুপ-
অথচ বিষাক্ত কোটা পদ্ধতির টোটা,
ভয়ানক রুপ-
দেশ জাতির উন্নতির অন্তরায় কোটা!


কোটার লণ্ঠন-
সুবিশেষ ক্ষেত্র ছাড়া যাক নিভে,
সুষম বণ্টন-
গড়তে উচ্চ প্রতিবাদ তুলুন জিভে!


বঙ্গবন্ধুর দেশে-
বৈষম্য মানিনি যখন ছিলো পাকি,
সার্বভৌম বেশে-
অথচ এখনো সাম্য দিচ্ছে ফাঁকি!


রাষ্ট্রকে নমস্কার-
বাঁচতে চাই অধিকারে বিভেদ ছেড়ে,
কোটা সংস্কার-
নয়তো শিক্ষিত বেকার ফেলুন মেরে!