শরম শরম নরম নরম
মোজাম্মেল সুমন


প্রেমের সূর্য হয়ে সকালে
চুমিবো তোমার কপালে
ভালোবাসার ছোঁয়ায় লালটিপে থাকবো,
ওগো সোনাবউ জানপাখি বলে ডাকবো।
তারপর টিপ পরিয়ে দিবো সোহাগী বায়নায়,
পিছন থেকে জরিয়ে ধরে তাকাবো আয়নায়!


দিনের আলো শেষে
আদরে ভালোবেসে
প্রেমের পতাকা তোমার শাড়ির আঁচলে,
স্বতঃস্ফুর্ত আমি রবো চোখের কাজলে।
তোমার চোখের কাজল হৃদয়ে রাখবো তুলে,
একফোঁটা জলও আসতে দিবো না কভু ভুলে।


কিন্তু অ-রেহাই মোটে
রাঙাবো কাজল ঠোঁটে
ভালোবাসার চুম্বকে কাছেতে নিবো ডেকে,
প্রেমের ওঝা হয়ে বিষ নামাবো ঠোঁট থেকে।
আহা শরম শরম নরম নরম দুই জোড়া চাঁদ,
মুখোমুখি সাংঘর্ষিক অথচ মহামিলনের স্বাদ!


স্বপ্নের ঘ্রাণ মৌ মৌ
ঘুমঘুম চোখে বৌ বৌ
জরিয়ে ধরে আছি, নেই কোনো নালিশ,
সে কী! বৌ তো নয়! এ যে কোল বালিশ!
একদিন একটা লক্ষ্মী বৌ হবে, ডাকবো তুমি,
ভালোবাসায় সাজাবো জীবনের সংসার ভূমি।