ঠোঁটের শ্রাবণ
মোজাম্মেল সুমন


সহজসরল আবেগ অনুভূতি
বেঁধেছে দারুণ জোট,
মুহুর্তে খুঁজে পায় অমরাবতী
প্রেমে মেতেছে ঠোঁট।


প্রকৃতির মাঝে বৃষ্টির শিহরণ
বৃষ্টির আনন্দ কিযে,
দুটি হৃদয়ে প্রেমেরই নিমন্ত্রণ
ঠোঁটের শ্রাবণে ভিজে।


ঠোঁটের শ্রাবণে স্নানিত মন
গাঢ় নিঃশ্বাসের ঢেউ,
উত্তাল কামনায় মত্ত সমর্পণ
সাঁতরায় প্রেমের কেউ।


ঠোঁটের শ্রাবণে ঠোঁট প্লাবিত
ঠোঁটেই বৃষ্টি নামুক,
স্বর্গীয় এক সুধায় আহ্লাদিত
চুম্বন নাহি থামুক।


একটি চুম্বন সন্তুষ্টির কারণ
প্রেমের ঝর্ণা বহে,
যেনো জীবনে টনিক সর্বক্ষণ
চুম্বন অপরাধ নহে।


অনিন্দ্য প্রগাঢ় একটি চুম্বন
প্রেমের কদম ফোটে,
মনে উঠলে তীব্র তুমিকম্পন
আশ্রয় খোঁজে ঠোঁটে।