দাঁত উঠেছে আজকে তাদের
চোখ ফুটেছে ভাইরে,
তাদের ভয়ে আজকে মোরা
কোন দিকে পালাইরে!


চোখের সামনে সব জানোয়ার
হাসছে ভয়াল দাতে,
ভয় লাগে ভাই,কখন কে যাই
খানা হয়ে তাদের পাতে!


স্বাধীন দেশের রাষ্ট্রনায়ক-
নায়িকারা সব নাচে,
ভুল করে কেও দিসনারে পা
তাদের নাচের ফাঁদে!


পা যদি দিস তোরেও ধরবে
তাদের নাচের রোগে,
ভরবে না মন অল্প পেয়েও
পুড়বে না পেট কম ভোগে!


আজকে তাদের চোখাচোখিতে
মোদের ঘুম হয়েছে হারাম,
স্বাধীন দেশের স্বাধীনতার
পেলাম না কোনো আরাম,কোনো দাম!


কোথায় যাই,কি যে করি,
ভেবে না পাই কূল,
শাষণ গদির আসনে তাদের
বসিয়ে করেছি ভুল!


এই জানোয়ার থাকবে যতদিন
এই গদিতে বসে,
মরতে হবে জনগনকে
অনাহারে,উপবাসে!
নাইতে হবে ক'দিন পরে
চোখের গরম জলে,
কাঁদতে হবে সবাই মিলে
বস্ত্রহীন,অধোমুখে!