আমি যেদিন চলে যাব-
থাকব না আর এ ভূবনে,
সেদিন তুমি কাঁদবে কি গো?
রাগবে না তো আমার সনে?


পড়বে মনে পুরোনো স্মৃতি?
গাইবে কি গো ব্যথার গীতি?
স্মরনিয়া মোরে নিত্যানিত্যি-
জুড়াবে বুক অশ্রু বানে?


স্বজন বিদায় দেবার ভয়ে-
রইবে কি গো দূরে সরে?
মূর্ছা তুমি যাইবে না তো-
আমার কথা স্মরণ করে?


শোকে কি গো বক্ষে তোমার-
উথলে উঠে সাগর সম?
বলবে ডেকে-প্রাণের পাখি,
তুই অভাগীর পরাণ মম?


চক্ষু বেয়ে ঝরবে কি গো-
বিষাদ?নাকি ভালোবাসা?
বলবে কি গো প্রিয়তম,
তোমার মাঝেই আমার বাঁচা?


অধীর চক্ষু স্থির দৃষ্টে-
দেখবে তোমার মায়াবী রূপ!
তুমি তখন পাগল যেন-
বক্ষে টেনে জড়াবে খুব?
=====<মন>=====