যাচ্ছে সময় চলে,
কাজ আছে যা সেরে ফেল-
এই কথা যায় বলে।


সবে তো ভোর হলো,
সূর্য্য ওঠায় ঘুম ভেঙে সব-
দেখছ এলোমেলো!
ভাবতে গিয়ে দেখলে তোমার
সময় চলে গেলো!
করলে না তো যা ছিলো কাজ
রয়ে গেলো জমা।
সময় বলে-তোমার এ দায়
করব না'কো ক্ষমা!
হয়ে রইলে ঋণী!
এবার তোমার জীবন লেখার
খাতাখানি খোল,
পড়তে গিয়ে দেখলে তোমার
সবই এলোমেলো!


দায়ের বোঝা বাড়ছে ধীরে
সময় যাচ্ছে চলে,
করব না,করব না ক্ষমা
এই কথাটি বলে!


অনেক হিসেব করলে শেষে
মিললো না তার ফল,
দেখলে বৃথাই জীবন তোমার,
বৃথাই চোখের জল-
ফেলেতো কমবে না তার দায়,
দেখ চেয়ে দেখ ওই যে
সময় চলে যায়!
মুছতে গিয়ে চোখের সে জল
বললে তুমি হেসে-
কাটবে জীবন-কাজের মাঝেই
হিসেব করবে শেষে!


করতে গিয়ে একটি কাজ-
দেখছ চারিদিকে,
সকল কাজই রইল বাকী
দায় দিবে তার কিসে?
মাথায় যেন পড়ল ভেঙে
আকাশ সম বোঝা!
সেই বোঝা তো বহন করা
নয়কো অতি সোজা!


থমকে গিয়ে ভাবলে তুমি
করবে না আর কাজ,
এবার বসে খুলবে তোমার
জীবন খাতার ভাঁজ!
দেখলে সেথায় আদৌ তোমার
কপাল আছে পুড়ে,
হাসতে গিয়ে দেখলে তুমি
কাঁদছ জোরে জোরে!
তোমার কাঁদন শুনল সময়
বলল কানে কানে-
কাজ সার ভাই কান্না থামাও
দায় দিবে নয় কিসে?
মাথায় বোঝা নিয়ে তুমি
ক্লান্ত এখন,তাই-
দায়ভারটা ঝুলছে গলায়-
বলছে সময়-বৃথা জীবনটাই!
=====<মন>=====
রচনাকালঃ ০৮-০১-২০১২ ঈসায়ী