হয়তো মিশেছি ক'দিন
কিন্তু হৃদয় দিয়েছি পুরো,
হয়তো করেছি বেয়াদবি অনেক
তাই হাত করেছি জড়ো ৷
করিও ক্ষমা নিজ গুণে
রেখ স্মরণ এ অধমে,
ভূলে গেলেও নাই দায়
সে ভূলের মাঝেও যেন
খঁুজে পাই তোমায় !
হারানোর যে তীব্র ব্যাথা,
হয়তো বুঝেছি,হয়তো না,
হয়তো তোমায় হারিয়েছি তা
মনেই রবে না !
হয়তো রবে চিরদিন স্মরণে
কখনো ভূলব না ৷
ভূলি বা না ভূলি
দেখি বা না দেখি
এক সাথে আর
চলি বা না চলি,
তোমার স্মৃতি থাকবে মনে
যদিও তোমায় ভূলি !
মনের অগোচরে
এ ধরণীর নিঠুর নিয়মে
নিয়তির পরিহােস
অথবা বিধির বামে
কিংবা নিজের অবহেলায়,
ভূলব তোমার মুখ,ভূলব তোমায় ৷
ভূলব না তোমার মুখ ভরা কথা
হাসি মাখা অভিব্যক্তি,কড়া শাষণ,
চোখে চোখে সকরূণ অভিযোজন,
এ সব তো ভূলার নয়,তাই ভূলব না ৷
তোমার স্মৃতি চিরদিন
মনে রবে অক্ষয় !
এ অধম,হীন,নীচ,বোকা,
জড়,পাষন্ড,মাথামোটা-
যাই বল মোরে
যাই কর মনে
যাই আঁক স্মৃতিপটে
মোর কথা-মোর অগোচরে !
যদি দূরে ঠেলে দাও
বা কাছে টেনে নাও,
কিংবা অপমানে জড়াও
অথবা পায়ের নীচে,
যেখানে রাখো থাকিব সেথাই
শুধু ও মুখের একটু হাসি চাই !
এ মূর্খ আর কিছু না জানি
তোমার তরে হে জ্ঞাণী
এ হতভাগা আর কিছু না মাগি !
তব তরে করজোড়ে
একটাই চাওয়া
দিও দেখা স্বপনেতে
যদি আর কভূ না হয়
দুচোখে দেখা !
এ বোকা এ হাদারাম
চাই না পুরো এ ধরাধাম
চাই তোমার মুখের পূর্ণ হাসি
ঐ হাসি যে আমি বড় ভালবাসি !
তোমারে হাসাতে
যদি কভূ দুঃখ আসে
মাথা পেতে নেব ৷
যদি চাও তবে
দিয়ে যাব সব
শূণ্য হাতে ফিরব শূণ্য গৃহে !
যাই ভাব তুমি
যাই মনে কর
যতই ছোট হও তুমি
যতই হও বড়
যতই ভিন্ন মাতৃক্রোর,জন্মস্থান,
আমি ভাবি দুয়ে সহোদর
একই মাতৃগর্ভে জন্মেছি মোরা
একই গৃহেবেড় উঠা,প্রত্যাবর্তন ৷
জানি আমি জানি
এ বেয়াদবে তব করেছি মানহানি
তবে জেনে রেখো
মান না মান
তোমার মানহানি
মোর চোখো ঝরায়েছে পানি ৷
কঁেদেছি নিভৃতে
এ বোকা লোকে
আবেগের বশে
বাস্তবের পদচারণা ভূলে
কল্পলোকে ভ্রমণ করে ৷
হয়তো সে কঁাদন বৃথাই কঁেদেছি
হয়তো সে জল জলেই গেল
হয়তোতুমি বুঝতে পারনি,
হয়তো বলিনি আমিও
কিন্তু সত্য যা
রয়ে গেল তা
আমার চোখের জল
বৃথা আস্ফালন
হতাশ আশা
হারানোর ব্যথা
না বলা কথা
কথা বলার রেষ
আড্ডা
আরো কত কী !
যা বলার নেই কোন ভাষা !
এ কথা আছে হৃদয়ে
বুঝে নিও হৃদয় দিয়ে
চোখে চোখে নিও পড়ে
উত্তর আর অভিব্যক্তি
বলে দিও স্বপনে
আনমনে বচনে ৷


কি লিখব আর
কলমের আঁচরে
খাতার বুক চিড়ে
কি বুঝাব মনের আকুলতা
ব্যকুল যে হৃদয়,
অসীম যে মন
নিঃসীম যার সীমা
তার কথা কি লিখে শেষ হয় ?
ফুরাবে খাতা
ফুরাবে না কথা ৷
শেষে বলি শোন
থেক বেশ ভাল
থেক সুখে হে বন্ধু প্রিয়
আপন পর সকলের সাথে মিশে
সব ভূলে যাওয়া সব হারানো স্মৃতি
সকলে বেস ভালো !
করি দোয়া তব লাগি
তব মন আশা পূর্ণ হোক
জ্বাল দেশের তরে
জাতির তরে সমাজের তরে
আপন পরে আলো !


জাগো জাগো
  তৃষ্ণা মদির ঘুম কাতরতা হতে
ঐ ডাকে সুপ্রভাত সুদিনের
চড় আলোকোজ্জ্বল রথে
কল্যানের পথে
সেবার ব্রতে  
সেবার ব্রতে ৷৷