বাংলা কবিতার সকল কবি বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা বিশেষ করে--" অরুন কারফা,কবির হুমায়ূন,ইব্রাহিম রাসেল,কাজী সাগর,দীপক কুমার পুশিলাল,সুদিপ রায়,সন্দিপন রায়,মহারাজ,সুদিপ তন্তবায় নীল,সফদার ডাক্তার,মিমি,অহনা,পরমার্থ,মুস্তাফা গোলাম,সিতু,ঋষি,সরল মানুষ,অধীর কুমার সিনহা,সাইদুর রহমান,স্বপ্নবাজ,আজাদ আলম,সুবীর কাস্মির পেরেরা,সুব্রত সামন্ত বুবাই,নাইবা গেল জানা,সাব্বির আহমেদ আদর,ভিক্টর,অর্বাচীন স্বজন,সৌভনিক,শান্ত,শেলি,চন্দ্রশেখর,জাহেদ,সালমান মাহফুজ,মনীর হোসেন,হাসান পুলক,আনোয়ার সাদাত পাটোয়ারী,মুর্শিদ হাবিব সোহেল,মহিউদ্দিন হেলাল,সুমন,আহমেদ রফিক,খান,সুশীল রায়,প্রামানিক,প্রিয়তোষ পাঠক,মুনীর,ইমন,মুজিব,রেজোয়ান,আরিফ প্রমুখ এবং নতুন সকল কবিকে শুভেচ্ছা,ও সালাম..…।আসসালামু আলাইকুম।


বন্ধু হে,
             ঘুমের ঘোরে যখন আস স্বপন মাঝে,
             নিশিথ রাতে বুকে আমার আঘাত হান,
             নোলক-টিকলি-লম্বা ঘোমটা  বধুঁর সাজে-
             যখন আমায় ভালবেসে কাছে টান,
             কামনা ভরা উষ্ণ অধর আমার গালে
             হঠাৎ চুমু,চমকে উঠে চক্ষু মেলে
             অবাক চোখে চেয়ে দেখি
             শূন্য শয্যা,বুঝতে পারি-
         আজও আমি স্বপন মাঝে তোমায় খুঁজি!
         নতুন রুপে তোমায় আমি দেখি রোজ-ই!


বধু আমার,
             সেবার যখন দেখেছিলাম,নদীর ধারে
             কাশের বনে জোনাকিদের ঝিকিমিকি,
             পূর্ণিমা চাঁদ,পূর্ণ আলোর শুভ্র ধারা-
             ভিঁজিয়ে দিল এক মুহুর্তে আমাদেরে,
             কোটি তারা হাসছে চেয়ে মিটিমিটি
             শনশন ঐ বাতাস তখন ছন্দহারা!
             দু'য়ে তখন দু'য়ের চোখে চেয়ে দেখি
             নদীর জল আর চোখের জলের একই ধারা!
             চক্ষু মুছে অবাক হয়ে ভাবি-একি,
             একলা আমি দাঁড়িয়ে আছি তুমি হারা!
              


             =====<মন>=====