<যে কোনো ভুলের জন্য ক্ষমাপ্রার্থী>
তোমার দেহের মাঝে হয় নি আমার অবাধ বিচরণ,
তবুও মনোমাঝে তব সাতরে বেড়াই না জেনে সন্তরন!
তোমার বুকে করিনি আজো আত্মসমর্পন!


হানা দেয় নানা অহেতুক ভয় পথ ভুলানোর ছলে,
শুরুতে হাটায় উরুতে ব্যথায়,কাটা বিধে পদতলে!
তবুও তব পথে হাটছি আমি সারা রাত দিনমান,
এখনো তোমার বাহুতে হই নি চিরসুখি দীনজন!


ভুলেছি সকল খুলেছি মনের লাজ আলোড়ন দ্বার,
নিঃস্ব আমার নিঃস্ব তুমি একই ডোরে গাথা বাসি হার!
দু'জন থাকি কুজন রবে সুজন রাখিয়া দূরে,
ভুলে গিয়ে তান,গেয়ে যাই গান দু'জনে আপন সুরে!
কঠিন হয়েছি ভুলে গিয়ে মোর যা আছে অভিমান!
দু'জনের তরে আমরা দু'জন বিলায়ে দিয়াছি প্রাণ!


সপিয়া দিয়াছি নিজেরে তবুও কামনা দেই নি ঢেলে,
তোমার আধার মনের মাঝে আলো দিয়াছিনু জ্বেলে!
তাই বুঝি আজো ভালোবাসা ভরা মোদের দু'য়ের মন,
ভালোবাসি বধূ,বেসে যাব ভালো তোমারেই আজীবন!
=====<মন>=====