নয়কো আমার আকাশ রুদ্ধ,
বসন্ত! নেই বিশেষ ঋতু!
নইকো আমি সমাজবদ্ধ-
শিকলপায়ে বাঁধনভীতু!


স্বাধীন আমি আমার মনে-
এঁকে যাই রে স্বাধীন চিত্র,
বুকপেতে দেই নিঃস্ব-জনে,
বন্ধু রে সব শত্রু-মিত্র!