মায়াবী

তুমি কি স্বপ্ন, নাকি মরীচিকা?
আলো-ছায়ায় গাঁথা এক রহস্যলিখা।
তোমার চোখে গভীর নিশীথ,
তোমার হাসিতে চাঁদের স্মিত।

সন্ধ্যার বাতাসে ভাসে তব ছোঁয়া,
তোমার গন্ধে মাতাল হাওয়া।
তব চরণে বাজে রূপকথার সুর,
তুমি মায়াবী—অপরূপ, দুর্দুর!

আলো কি তোমায় ছুঁতে চায়?
নাকি আঁধারেতে লুকাইতে পায়?
তুমি যে ছায়া, তুমি যে আলো,
তোমার ছোঁয়ায় জাগে ভালোবাসা চলো।

মায়াবী তুমি, স্বপ্নের মতো,
ধরা দাও না, হারাও হঠাৎ।
তব রহস্যে হৃদয় ভাসে,
তুমি কি সত্যি, নাকি কল্পনায় আসো?