খেলো খেলো আজ দেশটাকে খেলো
যতসব শকুনি আর হায়না,
মুখে আছে  শুধু তাদের দেশপ্রেম
দেশের সাথে প্রেম হয় না।


লোক দেখানো জনসেবা
সেবার খবর রাখবে কেবা ?
যতসব ভন্ডরা আজ
দেশ সেবকের সাজ।


দেশকে যদি ভালইবাসিস
আয়েশ আরামে কেন আছিস,
পথের ধারে দেখরে চেয়ে
কাঁদছে মানুষ না খেয়ে,
বস্ত্রবিহীন শিশুরা আজ
ভিক্ষে করে বেড়ায় ।


স্বার্থে তুই অন্ধ হয়ে
কেড়ে নিয়ে পরের আহার
গড়েছিস যে মহল বাহার
জবাব কি তুই দিবি তাহার ?


জন্ম মোদের হয়নি কেবল
থাকতে নিজের স্বার্থে,
দেশটাকে আজ গড়ি মোরা
সকল জনস্বার্থে ।