রাত জাগে না  যে পাখি
প্রকৃতির মাঝে উড়ে বেড়ায় ।
জ‍ীবন্ত মাছ ধরে ।


সকাল সতেজ তাহার
তাজা মাছ হবে আহার ।
কী আনন্দ, কী সুন্দর জীবন !
মাছ রাঙা নাম তার ।


বিদ‍্যালয়ে যায়নি সে
দশ কিলো গ্রাম বয়নি সে
বোকার  মত,
জ্ঞান পাপী হয়নি সে ।


হতে চায়না মানুষ
হতে চায়না রাজা
পেতে  চায় না সাজা ।


আত্মার প্রশান্তি আছে তার
আমাদের আছে কার কার ?