একটা  নিউটার জেনডার
কখনো রোমান্টিক সমস্যা বোধ করে না ।
পাশাপাশি থাকে, বন্ধু হয়,
নিরব জীবন কাটে ।


আমি  ও  রূপা,
আমরা যদি মানুষ না হয়ে
টি  টেবিল আর ফুলদানী হতাম
হয়তো কোন ড্রইং রুমে  জীবন কেটে যেতো ।


আমরা যদি পদার্থ  হয়ে যেতে চাই
পরিচিত সবাই আমাদের
নিছক অপদার্থ  বলবে ।


মানুষ হওয়ার কারণে
রূপা  হৃদয়ের কাছে অপরাধী
সময়ের জেলে বন্দি ।


আর আমি,
কখনো  বুঝতে পারিনি
চুরি হয়েছে আমার বাসন্তি সময়,
বারবার হারিয়েছে  মন ।


আমি কখনো প্রেমে ডুবিনি
প্রেম  আমার ভেতর ডুবতে চেয়েও
বিরক্তি নিয়ে চলে গেছে ।
আমি বুঝতে পারিনি ছলা কলা
এ আমার ব‍্যর্থতা ।


এই  ব‍্যর্থতার সবটুকু
আমি লিখতে চাই না ।


চাই পাহাড়  হয়ে  জীবন  বাড়াতে
অথবা  অলস  ফুলদানী হয়ে
ফুলের অপেক্ষায়
অপলক দেয়াল ঘড়ি দেখতে ।