চাই সবটুকু,
সবটুকু  মানে  কতটুকু ?
কে জানে ? কে মানে ?

কতটুকু  পেলে  মোর
মনে হবে পেয়েছি  কিছু  ।

কতটুকু দিলে বল
মনে হবে  পেয়েছ কিছু ।

কতটুকু পেলে বল
অভাব  হাঁটবে  না আর
আমার পিছু  পিছু  ।

কতটা  পেলে  বল
তৃপ্ত  তোমার  মন ,
চাইবে  না  আর  কোন কিছু
সারাক্ষণ ,  সারাক্ষণ  ।