চাইলে  দেখতে পার
একটি হাসি মুখ,
খোলা জানালায়
এক ফালি চাঁদের  মত
তোমার  সামান্য  সহযোগিতায়
হাসছে ।


চাইলে খুঁজে পাবে
একটি হাসি মুখ,
তোমার দেয়া চাদর গায়ে
চায়ের কাপে তৃপ্তি নিয়ে
শীতের ভোরে
হাসছে ।


সবই তো রেখে যায় সবাই
চাইলে নিতে পার সবই
যদি দিতে পার  নিয়মে ।


যে দিয়েছে তোমায়
সে দিয়েছে আমায় ।


আসলে আমার বলতে কিছু নেই,
তুমি আমি মুসাফির,
আমারা কিছু দ্রব‍্যের  ব‍্যাবহারকারী
অথবা পাহারাদার ।