বুঝে নিতে হয় প্রতিটি সকাল,
যেখানে রোদ আসে, তবুও মন থেমে থাকে কালোতে।
ব্যর্থতার পাশে বসে থাকে কিছু সম্ভাবনা,
আর হতাশা—একটা চুপচাপ চিৎকার।
ব্যস্ত শহরের কোলাহলে ডুবে যায় আত্মার শব্দ,
নিঃসঙ্গতা যেন অদৃশ্য এক সাথি,
যে পাশে থাকে, কিন্তু বলে না কিছু,
শুধু চুপচাপ টেনে নিয়ে যায় গভীর চিন্তার দিকে।
জীবন, তুমি বৈচিত্র্যময় এক সংগ্রাম,
কখনো যুদ্ধ, কখনো সমঝোতা,
আবার কখনো নিছক বেঁচে থাকার প্রয়াস—
আত্মমর্যাদার ছায়ায়, নিঃশব্দে হার মানার কবিতা।
তবুও, চলতে হয়...
কারণ জীবনের অর্থ শুধু হাসিতে নয়,
বেদনার ভিতরেই গড়ে ওঠে
সবচেয়ে সত্য আর স্থায়ী অনুভব।