হেমন্ত পেরিয়ে শীতের আগমন
বাঙালির দারে আসে,
শিশির ভেজা সবুজ ঘাসে
সূর্যি কিরণ,রঙিন সাজে ভাসে।


ভোর সকালে মাঠের পানে
গাছি দৌড়ায় খেজুর বনে,
মিষ্টি রসের কলস ভরে
ঘরে ফেরে খুশি মনে।


মিষ্টি কাঁচা রস খেয়ে
কাঁপুনি ধরে শরীর জুড়ে,
পড়তে বসি ভাই-বোনে
শীতের সম্বল,কোম্বল মুড়ে।


মা তৈরি করে নানান পিঠা
সঙ্গে রসের পায়েস,
গলা ডুবিয়ে খেয়ে সবাই
করতে থাকি আয়েশ।


শৈত্য প্রবাহ,এলে দোর গোড়ায়
দেহ করে থরোথরো,
কখনো কখনো মাঝ দুপুরে
জ্বলে ওঠে ঠা-ঠা আলো।


শীতে মাঠ সাজে সরষে ফুলে
খড়ের চালে শিশির ভেজা শিম,
নানান রকম সবজি ফলে,তৃপ্তিতে
কাটে চাষীর গায়ের হিম।


০১-০১-২০২০
কোটচাঁদপুর ঝিনাইদহ।