জানি আমিও একদিন চলে যাব
স্মৃতি হয়ে হৃদয়ের প্রকোষ্ঠে।
এই বাংলার বুকে তাজা রক্ত ঢেলে
আমি চলে যাব একদিন নিশ্চয়।
আবরার, ফেলানি চলে গেছে
ঐ রক্তখেকো, শকুনের হাতে।
ওরা আমার ভাই, বোন ছিল
ছিল ওই বেণিয়াদের জাত শত্রু।
ওরা এই দেশটাকে ভালবেসেছিল
আমিও তো ভালোবাসি।
ওদের তাজা রক্ত শুকিয়ে গেছে
কাল আবার রক্তে ভিজে যাবে
রাজ পথের প্রতিটি পাথর কণা,
কলমের কালি হয়ে যাবে রক্তলাল।
হয়তো সেই রক্ত ঝরবে আমার দেহ থেকে।
কিংবা কোন দেশপ্রেমী যুবক-যুবতির
যার রক্তের প্রতিটি কণা ছিল দেশ প্রেমে দুষিত।
আমিও চলে যাব কাল নিশ্চিত
নরপশু দের হাতে, অপঘাতে মৃত্যুর লাশ হয়ে।
জেনে রেখো দালালেরা আমরা ভয় পাই না,
রক্ত বিসর্জন তো বাঙালি র চির ঐতিহ্য।
আবরার, ফেলানী গেছে, আরো হাজারো
যুবকের রক্তে রঞ্জিত হবে বাংলা।
তবুও মোরা ভয় পাই না।
কারণ মুজিব মোদের পূর্বপুরুষ,
ছিল প্রীতিলতা, সূর্য সেনের মত
হাজারো অগ্নি পুরুষের দল।
বাংলার বুকে মানবতার সূর্য উদিত হবে একদিন
জেনে রেখো দালালেরা।
সেইদিন পালাবার পথ খুঁজে পাবেনা।
লাখো রক্তের ঋণে জর্জরিত এই ইতিহাস
মেটাবে সেদিন তার দায়।
মুছে যাবে সমস্ত রক্তের ঋণ
নতুন সূর্য উদিত হবে এই বাংলায়।