গাঁঁও গ্রামের মানুষ মোরা
পেটে নাই গো ভাত।
ক্ষুধার জ্বালায় দুনিয়া বেড়াই
সন্ধ্যা হলেই কাত।


ক্ষেত খামারে কাজ করি ভাই
একটু খাবার লাগি।
সন্ধ্যা হলেই ঘুমিয়ে পড়ি
সাত সকালে জাগি।


বাশি ভাতে মরিচ ডলে
তৃপ্তি করে খাই।
কল্পনাতে সুখ খুঁজে ভাই
আবার কাজে যাই।


ছনের চালায় পচন ধরে
চুইয়ে পড়ে পানি।
চলছি টেনে জনম জনম
সংসার নামক ঘানি।


নুন আনতে পান্তা ফুরোয়
সারা জনম ভরে।
কাটছে জীবন এমনি করে
হাজার বছর ধরে।