পৃথিবীর সকল সৌন্দর্য আজ লুটে
আমার এই বাংলার মাঝে।
পলি মাটির ওপর দাড়িয়ে
তাল-তমাল, হিন্তাল সাজে।
সমস্ত রুপ আজ দ্যাখো জড়ো হয়ে আছে
গড়াগড়ি খেয়ে বুড়াইল নদীর দুপাশে।
আকাশের রঙিন মেঘ শত রং মেখে
উড়ে যায় রোজ দল বেধে।
আমার এই বাংলার ধানক্ষেতে
সবুজে বাতাস মেশে।


কচুরিপানায় দাড়ানো বকটির পাখায়
শিশিরের দল ঝরে পড়ে।
এই বাংলার মাটিতে, ফসলে, ধান ফুলে
বহু শতাব্দী কাল ধরে।
বুড়াইলের দু ধারে হাজারো পাখির দল
কিচিরমিচির শব্দ করে চলে।
নদী বয়ে যায় রোজ
স্নিগ্ধতা ঝরে পড়ে
আমার এই বাংলার তরে।


কত পানকৌড়ি দেয় ডুব
ছোট মাছ উঠে আসে।
বুড়াইলের বুকে নি:শব্দতা ভেঙ্গে
সাদা হাসগুলো রোজ ভাসে।
বুড়াইলের দু ধারে জেগে ওঠা চরে
কাশবনে সাদা ফুল ফোটে।
দখিনা বাতাসে দোল খায় শত
দুচোখ শুভ্রতা লুটে।


সন্ধ্যার মেঘ কুঞ্জ ভেদিয়া বলাকা ছুটে
ঘন বাঁশঝাড়ের ওই ছোট্ট নীড়ে।
পৃথিবীর সমস্ত রুপ ঝরে পড়ে আজ
এই বাংলার তরে।