কে বলেছে মানুষ আমায়
মানুষ আমি নই।
অন্তরেতে হিংসে শত
বিবেক গেছে ক্ষয়।


মানুষ যদি হতাম তবে
পশুর আচার কেন?
অন্যায় আর খারাপ কাজ
করছি সদা হেন।


লুকিয়ে রাখি পশুত্ব কে
মানুষ নামক মুখোশে।
আসলে তো বর্ণচোরা
চলছি সাধু সেজে।


ভালো-মন্দ মাড়িয়ে চলি
রোজ টাকার পিছে ছুটি।
ফায়দা হবে ধরলে চেপে
মানবতার টুঁটি।


মরণ খেলায় উঠছি মেতে
সকল বিবেক ভুলে।
কি লাভ হবে সৎ থেকে ভাই?
ক্ষমতাটাই মুলে।


বিবেক ছাড়া যেজন বাঁচে
মুখে সততার বুলি।
পশুর চাইতে অধম সেজন
কেমনে মানুষ বলি?


মানুষ হওয়া নয়তো সোজা
অমানুষের ভিড়ে।
মানুষ হব ভিড়লে তবেই
সৎ সাগরের তীরে।


সৎ সাগরের পরশ পাথর
লাগলে আমার প্রাণে।
মনটা সেদিন যাবে পুড়ে
বিবেকের দংশনে।


অসৎ পথে সুখ পাবেনা
সকল সুখই মেকি।
ন্যায়ের মাঝেই লুকিয়ে আছে
আসল সুখের চাবি।