আমি স্মার্ট নই।


খাই না সিগারেট, করি না ভাব।
টানা পোড়েনের সংসারে টাকার যে বড় অভাব।


আমি তো স্মার্ট নই।


চুলে জেল মাখিনা,মুখে সেভ করি না,
বাইকে ঘুরতে পারি না,পরেনের বস্র দামি না
বাপের টাকা নেই তো, খরচের জায়গা দেখি না।


আমি তো আর স্মার্ট নই।


বুকের বোতাম খুলে রাখি না,
প্রেম টেম আমি পারি না।
শিষ দিয়ে ইভটিজিং করি না।
মেয়েদের দিকে তাকাতেই পারি না।
লজ্জায় মরে যাই,
আবার প্রপোজ করবো কোথায়?


আমি তো আর সবার মত স্মার্ট নই।


মায়ের বকুনিতে ভীত হয়ে রই।
বাবার কাজের সহায়ক হই।
ছোট বোনকে পড়াতে বসি,
বাড়িতে মা বোন আর মাসি পিসি।
হাত খরচের টাকাতে কিনি খাতা কলম, ডায়েরি।
অবসরে কিছুটা কবিতা যে লিখতে পারি।


আমি তো আর সবার মত এতটা স্মার্ট নই।
আমি? আমার মনের মতন, আমাতেই আমি রই।