সুন্দর তুমি, সুন্দরের উপমা।
জলপরি নাকি তুমি জলকন্যা।
সমুদ্রের বিশালতা তুমি,
রুপবতী, সুনয়না, অচেনা রাজকন্যা।


কে তুমি কেশবতি,কালো কেশের আড়ালে,
লুকালে, দেখা না দিতে।
কে তুমি,সকাল-দুপুর,সন্ধা-ভোর পাগল কর
মুচকি হাসিতে।


চিনি না তোমাকে জানি,চিনো না আমাকে।
চিনিতে এসেছি তাই,অচেনা তোমাকে।
কে তুমি সুন্দরী,হাতে পড় সোনার ঘড়ি।
লাগছে অপ্সরি,ঠিক যেন ডানাকাটা পরি।