রাজি আছি, যদি একসাথে ভিজতে চাও,
চোখে চোখ রেখে, হাতে হাত রেখে,
একসাথে বসতে দাও।


মিটিমিটি জোনাকির আলোতে,
এক পশলা বৃষ্টিতে,
শুধু তোমাকেই দেখতে চাই এক দৃষ্টিতে।


মিষ্টি করে বৃষ্টি নামুক,
ভিজবো দুজনে খুব।
হয় বাস্তবে, নয় স্বপনে এসো,
গোপনে নিশ্চুপ।


প্রজাপতি কিংবা পাখি হয়ে উড়ে উড়ে,
রাজি আছি যেতে, তোমার সাথে, বহুদুরে।


রাজি আছি, তোমার তরে,
একসাথে একই সুরে,
গান গাইতে গাইতে, দাঁড় বাইতে, নাও
আমি তোমার, নয়ত তুমি আমার হয়ে যাও।


রাজি আছি, তোমার সাথে, শীতের রাতে, থাকবো কাছাকাছি,
তোমার কোলে মাথা রেখে, পরম সুখে,
নিদ্রা যেতে রাজি আছি।