আকাশের পানে,
চেয়ে চেয়ে আমি আনমনে,
তারাদের মেলা দেখি।
বাতাস আসিয়া,
মন গেল জুড়িয়া,
অপলক দুটি আখি।


চেয়ে দেখি, কত কি,
পাখিদের কলতান।
শুনি কত সুমধুর, মসজিদে সুদুর, মুয়াজ্জিনের আজান।


দেখি সৃষ্টি, ভাবি সৃষ্টা কত মহিয়ান।
করেছেন সৃষ্টি মোরে, কতই না মহান।


ধনে ধন্য আমি,
আপন নয়নে চুমি,
লইয়া দুরুদ ও সালাম।
বাঁচি কি জানি কত দিন,
এভাবেই যাক কেটে দিন,
লইয়া মুখে রবের নাম।