ডিয়ন ও জিউসের সুদর্শন কন্যা নয়;
পেফাসের জল ফেনাতে জন্ম অভিগত
কিংবা হেপাইসটাসের অঙ্কলক্ষ্মীও নয়!
যার মোহে দগ্ধ বিভাজিত স্বয়ং দেবগণ!
যে রতি-চিরযৌবনা আরোপিত পূজনীয়,
সেই আফ্রোদিতির কল্পকথন জল্পনা নয়!


আমার হৃদয় তরঙ্গ অনুভূত থেকে উদ্ভূত;
স্বীয় কক্ষপথে প্রদক্ষিণরত—
আফ্রোদিতি; এ আফ্রোদিতি পূজনীয়!
সর্বস্ব লীন-বিলীনকৃত পূজা অবিরত।


যজ্ঞ যোগ্য;
মর্ম অন্তর্জাত প্রতি কম্পনে প্রকম্পিত!
যার চরণ-মস্তক ঢেউ ঢালা;
প্রসন্ন দু’খানা হাত ধৃত;
বহুপথ, বহুদূর চলতে চেয়ে অগ্রসর!
প্রেম তব প্রণয়ে নয়;
নিভৃত, মম তৃষ্ণা রহিত—
আফ্রোদিতি; আমি এই আফ্রোদিতির পূজারত!