আম্মু দেখে ধোয়ার ক্ষণে,
             বলে তখন উদাস মনে—
“শার্টের কলার ক্ষয়ে ঘর্মে,
             সুখ যায় উড়ে তবে কর্মে।
আহ! বোতামটা ছিঁড়ে পড়ে;
             জুড়ে দিব আজ সোনামুখী সুইফোঁড়ে!”


জুতোর তলা গেছে ফেটে
            ধুলি মুছে পলিশ নেটে
মুচি বলে অবাক শত—
           “স্যার, আর সেলাই কত?
নতুন একখান কিনুন আবার;
            গুনেছি, আজকেসহ সাতাশবার।”


কাজের ফাঁকে ক্লান্ত রোদে
            বাবার তখন ভীষণ খিদে
দু’টো সিঙ্গারায় উদর ভরে
           সন্ধ্যে হলে ফিরে ঘরে।
আশার আলো চাঁদটা উড়ে
           স্বপ্ন একদিন আসবে নীড়ে!