সে রাতে আমার বারান্দার-
সবগুলো বেলী ঝরে গেছে;
ঝরে গেছে অকারণ অভিমানে!


প্রভাতে ছু্ঁয়ে দেখব বলে
প্রেয়সীর লাজুক লাল টিপ কপোলে
এক আকাশ মুগ্ধ নীল অঙ্কন ছলে
শুভ্র অনুরাগ নিবেদন প্রতীক্ষায়!
অথচ সবগুলো বেলী ঝরে গেছে;
ঝরে গেছে অকারণ অভিমানে!


হঠাৎ মাঝরাতে বাতাসের কোলাহল থেমে গেলে,
বাষ্পের ভারী কণায় কান্নার আভাস মেলে।
চাপা স্বরে গাছটা কেঁপে কেঁপে কাঁদছে
শোকে এবং মায়ায়; সে রাতে যে বেলী ঝরে গেছে।


মেঘে ঢাকা চাঁদ, আবছা আবছা আলো;
সবগুলো বেলী ছোপ ছোপ রক্ত মেখে কালো!
এইতো ঘুমানোর পূর্বের আপ্লুত রাত্রি সম্ভাষণ-
"পার্কের বেঞ্চে রমনীর খোপায় কাল সকালে আমার আগমন!"
অথচ সবগুলো বেলী ঝরে গেছে;
ঝরে গেছে অকারণ অভিমানে!


স্বপ্নের জলছাপ এঁকে আলিঙ্গন জল তলে-
"আকাশের নীল হয়ে নীলে নীলে,
ভেসে বেড়াব মেঘে মেঘে মেঘ হয়ে"
অথচ পাঁজর ছুঁয়ে বিষণ্ণ নীল আবরণ এখন রয়েছে ছেয়ে।
সবগুলো বেলী ঝরে গেছে;
ঝরে গেছে অকারণ অভিমানে!