প্রদীপ জ্বেলে গহীনের ভেতর,
ফাগুন নামো তুমি
আগুনের বেশে!


বাহাত্তর হাজার ক্রোশ পরে
আজ দাঁড়িয়ে যেখানে
জ্বলছি-পুড়ছি; একশত কিংবা
তার অধিক বিভীষিকার রেষে!


ফাগুন ফাগুন অপেক্ষায়,
কৃষ্ণচূড়ার লাল আকাশ দেশে;
তুমি নামো, ঘন-কালো মেঘের কেশে!


যতদূর ভাসতে ভাসতে
কুশিয়ারা বেয়ে বঙ্গোপ,
বিস্তৃত বানের জল ততদূর চারদিক;
এ আমার ফাগুন অপেক্ষা শেষে!