অনুপস্থিত অনুভূত পৃথিবী থেকে পরস্পর
দূরত্ব; মৃত নক্ষত্রের মলিন-নিষ্প্রাণ-বিদগ্ধ অবসর
ঘ্রাণ; বুকের ভেতর থেকে ক্ষয়ে পড়া হৃদপিণ্ড
নিথর; সেখানে জেগে উঠেছে সাত পৃথিবী সমান একখণ্ড
বালুচর— ভেতরে ভেতরে সংগঠিত হচ্ছে যাযাবর-বেদে-বেদুঈন
অবিচল; প্রান্ত থেকে প্রান্ত লুটপাট— অসহ্য; বেড়ে চলেছে পাঁজর ভাঙ্গার আইন।


যদি এমন হত সাত পৃথিবী বালুচর বরাবর
কেটে; একটি একক নালা সুয়েজ সচরাচর
খনন; বিত্তের জল ঢেলে জলসিড়ি এঁকেবেঁকে শত
রাঙা; দু'হাত জড়ানো পৃথিবীর বুকে চুম্বনরত আমার মৃত্যু হত!