কালো কুন্তল মনো চঞ্চল
অসীম আকাশ উড়ে অঞ্চল
দীর্ঘ বেণী কটি প্রান্তর
আঁখি দৃষ্টি শত উত্তর
নৃত্য বাহু তুলে ছন্দ
রন্দ্রে রন্দ্রে হৃদ আনন্দ
বৈশাখ উৎসব মুখর চারিপাশ
পড়নে শাড়ী গড়নে সুভাস
মনো মুগ্ধ চোখে অনন্য
সমগ্র স্মরণ অদ্য হন্য
ব্যক্ত অনুরাগ নিরুত্তর শ্রবণ
চোখ ছলছল সমুদ্র প্লাবন
রাজ্য বন্য রাজপথ রাজাসন
ভেবে শূন্য ভেঙ্গে সিংহাসন
মনো কানন প্রেম ষোল-আনি
হৃদ অঙ্গন আজও নাগরাণী।