এ শহর ভাঙ্গতে ভাঙ্গতে নিজ হাতে গড়ি
যা না ছিল ভাবনাতল কিংবা কল্পচড়ি।
আপাদমস্তক ব্লাস্ট-ফারনেস, যা ছিল জল;
যে ছিল হেলেন, যা ছিল বসন্তের শিমুল।
অথচ আজ নির্মম ইতিহাস লেখে, জয়ী মেনেলাউস;
নিঃস্ব হৃদয়ে শুকনো পাতার ঝড়
কিংবা রোদ্দুর সাহারা।
শ্রাবণ প্লাবন চোখে মাঝপথের প্রান্তর,
বিষম কাঁটাতারে নিশানা অবান্তর।
খুঁজি তলোয়ার চোখ থেকে প্রতি চোখে
অথচ তলোয়ার তটে মস্তক আমার দেহ থেকে;
না ধরি ট্রয়, না পাই হেলেন-- বেশ;
ইজিয়ান জুড়ে আমি তলদেশ!