নির্ঘুম পথ ধরে অনেকদূর হেঁটেছি পথে,
শরীরে জড়ানো প্যাঁচানো স্নায়ুকোষও ক্লান্ত বটে!
সৈকতরেখা ধরে একাকী পথের বাঁকে,
তবুও হাঁটতে চাই পৃথিবীর বুক চিরে!


অগন্তব্যই বিবেচিত যখন গন্তব্য,
কোন দূরগামী নাবিকের জাহাজ
অদ্যাবধি ভিড়েনি যেখানে, ফেলেনি নোঙর!
আবিষ্কারের নেশা, সেই পথ কতদূর?