স্মৃতির আরশি,
তুমি ভাস্বর অমরাবতী!
মিশ্রিত তুমি-
রন্ধ্রে রন্ধ্রে,
প্রতিটি শিরা উপশিরায়,
আরও মিশ্রিত-
রক্ত কণিকার প্রতিক্ষণ প্রবাহলয়!
স্মৃতির আরশি,
মর্মপটের অমরাবতী!


কেননা-
তুমি ছিলে প্রেমে প্রথম,
প্রথম ছোঁয়া,
প্রথম প্রণয়ে পাওয়া!
ছিলে তুমি প্রথম কথা,
প্রথম আমার প্রেমকবিতা!
নারী তুমি,
ঝর্ণাধারা ছন্দ তুমি,
প্রথম আকুলতা!