দুপুর রোদের শ্রান্ত ঘুমে,
চোখের ভেতর হাজির হও
বুকের ভেতর স্বপ্ন হয়ে- কেমন ক'রে?
এ আমার আগুনআঁচ, অলীক কেবল স্বপ্নই!


ক্ষীণ নিভু নিভু প্রান্তিক কিছু আলো
কিংবা আলোক-চ্ছটা দেখতে কি পারি?
ঐ যে তোমার মহুয়া মাতাল হাসির প্রাণে!
যা হতে পারে আমার
পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কিংবা কৃষ্ণগহ্বর
উলট-পালট করে প্রত্যক্ষ সঞ্জীবনী শক্তি।
অথচ আমার প্রার্থনা!  
আরশ কেঁপে পৌঁছবে কি
গহীনের ভেতর হৃদয়ের তীরে
ভেঙ্গে পেরিয়ে চৌকাঠ-বেদী?
স্পর্শাতীত সেই চিত্তের তল
পাবে কি ঠাই- নোঙর!


আমার পুরোটাই বিপরীত তুমি!
শ্রবণহীন আমার শব্দে, আবেদনে উদাসীন;
দৃষ্টির বাইরে অবিরত; আর
আহ্বানে? বেশ অলস! তুমি অলস-কুমারী!