দুর্বোধ্য কিংবা জটিল যুক্তিতে নয়-
  জীবন কে ভাবা হোক সাবলীল ভঙ্গিমায়,
লালসাপূর্ণ বাঁকা দৃষ্টিতে নয়-
  জীবন কে দেখা হোক সমতল আয়নায়।

অহঙ্ককার, ঔদ্ধত্য আর বিশৃঙ্খলা নয়-
  জীবন কে চালানো হোক সুপ্রিয় মুগ্ধতায়
বিষাদ, মিছে দুঃখ, কৃত্তিম কষ্ট তে নয়-
  জীবনকে রাখা হোক ঐশী ভালোবাসায়।

অযথা বিবাদ-তর্ক, হানাহানিতে নয়-
  জীবনকে বাঁচানো হোক প্রসন্ন সহমর্মিতায়
বক্ররেখা ও ছলচাতুরীতে নয়-
জীবনকে আঁকা হোক সৃষ্টিকর্তার দেয়া রঙিন রঙটায়।