বিম্বের ছায়াপথে আমি অভিযাত্রী-
আলোকীয় কোলাহলে নেই আমি-
তবু,জীবন গতির সাথে করে মৈত্রী
এঁকেছি তোমারই কাজল চোখের ছবি।


দখিনা সমীরণে-মৃদু আলোড়ন
  শ্রান্ত পথিকের চোখে আশা-তবু হতাশা
তোমায় দেখে হৃদযন্ত্রের অতি স্পন্দন-
  জেনেছি আগ বাড়িয়ে তবুও কিছু গোপন কথা-
    যা ভাবো তুমি হরহামেশা।


আকাশলীনার নির্জন আয়োজনে কি কেবল আমি?
  তোমার ছবিও যে থাকে বুকপকেটে অস্নাত,
তোমারই দীঘল কেশের সিয়ায়-
কেটে যায় আমার গভীর শর্বরী-জুলমাত।